Trump’s Gaza Plan Secures Backing at UN Security Council
The UN Security Council has approved a US-led resolution endorsing President Donald Trump’s 20-point framework for Gaza, a proposal centred on deploying an International Stabilisation Force (ISF) and establishing new transitional governance structures.
Thirteen member states, including the UK, France and Somalia, voted in favour. None opposed the measure, while Russia and China abstained.
A spokesperson for UN Secretary-General António Guterres described the Council’s decision as a “significant step toward consolidating the ceasefire.”
Hamas, however, rejected the resolution. Posting on Telegram, the group said the plan “imposes an international guardianship mechanism on Gaza” and accused the ISF of being designed to “disarm the resistance” in a manner that undermines its neutrality.
Key provisions of the resolution
The ISF—composed of personnel pledged by several yet-to-be-named countries—will work alongside Israel, Egypt, and a newly vetted Palestinian police force. Its responsibilities include securing border areas, dismantling the weapons infrastructure of non-state armed groups, and facilitating long-term demilitarisation. Until now, policing inside Gaza has operated under Hamas authority.
US Ambassador to the UN Mike Waltz told the Council that the force would help “secure the area, support Gaza’s demilitarisation, remove weapons, and protect Palestinian civilians.”
The resolution also establishes a transitional oversight body, the Board of Peace (BoP), tasked with supervising an apolitical Palestinian technocratic committee, managing reconstruction efforts, and coordinating humanitarian aid deliveries. Gaza’s reconstruction is to be financed through a World Bank–supported trust fund.
Path to Palestinian self-determination referenced
Unlike earlier drafts, the adopted text includes language recognising the need for a “credible pathway” toward Palestinian self-determination and eventual statehood—wording sought by multiple Council members and Arab states. Israel remains firmly opposed to a Palestinian state, posing a major obstacle to any future political settlement.
The Secretary-General’s office emphasised that real progress now depends on translating the resolution into “concrete and urgent” action on the ground and advancing toward a negotiated two-state solution.
Mixed reactions from global powers
The Palestinian Authority welcomed the decision and urged immediate implementation. The US, Egypt, Saudi Arabia, Turkey, and several other Arab and Muslim-majority nations also backed quick adoption of the plan.
Russia and China allowed the resolution to pass but abstained, arguing that it lacked clarity about the composition of key mechanisms, downplayed the UN’s role, and did not explicitly reaffirm an unambiguous commitment to the two-state solution.
Ceasefire and humanitarian context
The plan’s first phase—a ceasefire and the exchange of hostages and detainees—took effect on 10 October. Waltz called it a “fragile first step” following a year of devastating conflict that began with Hamas’s 7 October 2023 attack on Israel, which killed about 1,200 people and saw 251 others taken hostage.
According to Gaza’s Hamas-run health ministry, more than 69,483 Palestinians have been killed in Israeli military operations since the war began.
Trump hailed the vote as “historic,” saying it marks global endorsement of the BoP, which he is expected to chair once its membership is finalised.
গাজা পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন পেল যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব
গাজা পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এক প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে।
এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন এবং গাজায় নতুন একটি অন্তর্বর্তী শাসন কাঠামো প্রতিষ্ঠা।
পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়াসহ ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ বিরোধিতা করলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এটিকে “যুদ্ধবিরতি আরও দৃঢ় করার দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি” হিসেবে উল্লেখ করেছেন।
হামাসের আপত্তি
হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, এই পরিকল্পনা “গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেয়,” যা ফিলিস্তিনিদের অধিকার পূরণ করে না।
তাদের দাবি, আইএসএফকে দেওয়া দায়িত্ব বাস্তবে প্রতিরোধ শক্তি নিরস্ত্রীকরণের মাধ্যমে সংঘাতে পক্ষপাত তৈরি করবে।
প্রস্তাবের মূল ধারা
যুক্তরাষ্ট্র জানিয়েছে, বহু দেশ ইতিমধ্যেই আইএসএফে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। বাহিনীটি ইসরায়েল, মিসর ও নবগঠিত যাচাই-করা ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে। এর লক্ষ্য হবে সীমানা নিরাপত্তা নিশ্চিত করা, হামাসসহ অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্রভাণ্ডার ভেঙে ফেলা এবং দীর্ঘমেয়াদি নিরস্ত্রীকরণের ভিত্তি তৈরি করা। এখন পর্যন্ত গাজার পুলিশ ব্যবস্থা হামাসের অধীনে পরিচালিত হচ্ছিল।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ “এলাকা সুরক্ষিত করবে, নিরস্ত্রীকরণে সহায়তা করবে, অস্ত্র অপসারণ করবে এবং ফিলিস্তিনি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।”
প্রস্তাবে আরও বলা হয়েছে, বোর্ড অব পিস (বিওপি) নামে একটি অন্তর্বর্তী প্রশাসনিক সংস্থা গঠন করা হবে। এটি একটি অরাজনৈতিক, প্রযুক্তিবিদ-নির্ভর ফিলিস্তিনি কমিটিকে তত্ত্বাবধান করবে, গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তা বিতরণ পর্যবেক্ষণ করবে। পুনর্গঠনের অর্থায়ন বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে হবে।
স্বাধীন রাষ্ট্রের পথে নতুন ভাষা সংযোজন
আগের খসড়ার তুলনায় চূড়ান্ত প্রস্তাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের দিকে “বিশ্বাসযোগ্য পথ” তৈরির কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—যা আরব দেশগুলো জোরালোভাবে দাবি করেছিল। তবে ইসরায়েল এখনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছে।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় বলেছে, এই সিদ্ধান্তকে “মাঠে দ্রুত ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপে” রূপ দিতে হবে এবং দুই রাষ্ট্র সমাধানের দিকে রাজনৈতিক প্রক্রিয়া চালু করা জরুরি।
বিশ্বশক্তির প্রতিক্রিয়া
ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) তাৎক্ষণিক বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র, মিসর, সৌদি আরব, তুরকিসহ একাধিক মুসলিম-অধুষিত দেশ প্রস্তাবটিকে দ্রুত কার্যকর করার পক্ষে অবস্থান নিয়েছে।
রাশিয়া ও চীন যদিও ভেটো দেয়নি, তবে তারা বলেছে প্রস্তাবে কাঠামোর বিস্তারিত স্পষ্ট নয়, জাতিসংঘের ভূমিকা দুর্বল, এবং দুই রাষ্ট্র সমাধানের প্রতি কঠোর প্রতিশ্রুতি স্পষ্টভাবে উল্লেখ নেই—এই কারণেই তারা বিরত থেকেছে।
যুদ্ধবিরতি ও মানবিক প্রেক্ষাপট
পরিকল্পনার প্রথম ধাপ—ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি-অন্যবন্দি বিনিময়—১০ অক্টোবর থেকে কার্যকর হয়। ওয়াল্টজ একে “অত্যন্ত নাজুক প্রথম পদক্ষেপ” বলে মন্তব্য করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েল আক্রমণের মাধ্যমে সংঘাতের সূচনা হয়। ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে অপহরণ করা হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬৯ হাজার ৪৮৩ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে।
ভোটের পর ট্রাম্প একে “ঐতিহাসিক মুহূর্ত” বলে উল্লেখ করেন এবং বলেন, বোর্ড অব পিসের অনুমোদন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় নতুন দিগন্ত খুলে দেবে।


